• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:২২ অপরাহ্ন

পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু

সাংবাদিকের নাম / ৪৭ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাবুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের গন্দর ব্রীজ নামক স্থানে জমে থাকা খালের পানিতে ডুবে মারা যায় তারা। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত শিশুদের লাশ উদ্ধার করে।
রাণীশংকৈল উপজেলার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, হরিপুর উপজেলার রণহাট্টা গ্রামের মৃত আলমের ছেলে রহিত ও নারগুন গ্রামের সোহাগের ছেলে হামিদুর গন্দর ব্রীজ নামক স্থানে একটি ব্রীজের পার্শ্বে কয়েকজন বন্ধু মিলে পানিতে গোসল করতেছিল। এসময় হামিদুর ও রহিত দুইজন পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধারের বন্ধুরা চেষ্টা চালালেও ব্যর্থ হয়। কিছুক্ষন পর হামিদুরের ফেসে উঠে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা পানি থেকে রহিতের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন-হরিপুর উপজেলার রণহাট্টা গ্রামের মৃত আলমের ছেলে রহিত ও নারগুন গ্রামের সোহাগের ছেলে হামিদুর। হামিদুর এবার ওই উপজেলার রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উর্ত্তীন্ন হয় ও রহিত একই বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।


এধরনের আরও সংবাদ