• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

পাইপলাইনের উপর মসজিদ নির্মাণের সময় লিকেজগুলো সৃষ্টি হয়

সাংবাদিকের নাম / ৩৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ তিতাসের গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে মসজিদের স্থাপনা নির্মাণ করায় লিকেজ সৃষ্টি হয়ে নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিতাসের গঠিত তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় গণমাধ্যমকে একথা জানান তিনি।
তিতাসের তদন্ত কমিটির প্রধান আবদুল ওয়াহাব তালুকদার জানান, বিস্ফোরণের কারণ উদঘাটনের জন্য মসজিদের বাইরে উত্তর পাশের গলিতে রাস্তার নিচে অনুসন্ধান করে গ্যাস পাইপ লাইনে ছয়টি লিকেজ পাওয়া যায়। পরে লিকেজগুলো বন্ধ করে মসজিদের ভেতরে পানি দিয়ে গ্যাস লাইনে গ্যাস সরবরাহের মাধ্যমে পরীক্ষা করা হয়। তবে মসজিদের ভেতরে কোন লিকেজ পাওয়া যায়নি। তবে মাটি খুঁড়ে দেখা গেছে গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে মসজিদটির বেশ কিছু স্থাপনা নির্মাণ করায় পাইপে লিকেজ সৃষ্টি হয়। সেই লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
তদন্ত কমিটির প্রধান ও তিতাসের জেনারেল ম্যানেজার আরো জানান, তদন্ত কমিটি ইতিমধ্যেই তদন্ত কাজ শেষ করেছে। নির্ধারিত পাঁচ কার্যদিবস আগামীকাল বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করার ব্যাপারেও তিনি আশা প্রকাশ করেন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.