ঈদের ছুটি শেষে পদ্মা সেতু ব্যবহার করে দ্রুত কর্মস্থলে পৌঁছতে পারছে মানুষ। ঈদযাত্রার মতো ফিরতি পথেও স্বস্তির কথা জানালেন যাত্রীরা।
এ দিকে এখনো ঈদ আমেজ কাটেনি, উচ্ছ্বসিত লোকজন সেতু দেখতে আসছেন। অনেকে সেতু দিয়ে কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে বেড়াতে যাচ্ছেন।
মুন্সীগঞ্জ পদ্মা উত্তর থানার ওসি আলমগীর হোসাইন জানান, সেতু ও সড়ক নেটওয়ার্কের সুশৃঙ্খলায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যানবাহনের চাপ মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে।
সংযোগ সেতুসহ ৯ দশমিক ৮৩ কিলোমিটার পদ্মা সেতুতে হেঁটে চলা, গাড়ি থামানো বা সেতুতে নামা নিষিদ্ধ থাকায় কৌতূহলী মানুষ চলন্ত গাড়ি থেকেই সেলফি তুলছে, ভিডিও করছে।