নিউজ ডেস্কঃ নিয়মিত ক্লাসের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ রোববার সকালে শহরের চৌরাস্তায় একর্মসুচি পালন করে তারা।
ঘন্টাব্যাপি মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা বেতন না পাওয়ায় গত ১৮ মাস ধরে শিক্ষার্থীদের ক্লাস নেয়া বন্ধ রেখেছে। এ অবস্থায় সেশন জটে পরতে যাচ্ছে শিক্ষার্থীরা। আর সেশন জটে পরলে শিক্ষার্থীদের ভবিষ্যত অন্ধকারে রুপ নিবে। উপায় না পেয়ে নিয়মিত ক্লাসের দাবিতে তারা আন্দোলন করতে বাধ্য হয়েছে। অবিলম্বে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেয়া না হলে আরো কঠোর কর্মসুচির ঘোষনার হুশিয়ারী উচ্চারন করেন তারা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করেন।