• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

নিহতের স্বরনে জাতীয় পতাকা অর্ধনর্মিত নিরবতা পালন

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : করোনাভাইরাসে স্তব্ধ গোটা বিশ্ব। ইউরোপের দেশ ইতালি বেশ ক্ষতির সম্মুখীনহয়েছে । করোনায় এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪ শত ২৮ জনে আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৭ শত ৯২ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭ শত ২৯ জন । শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সন্ধ্যা সারে ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত ৮ শত ৩৭ জন । এবং সুস্থ হয়েছেন ১ হাজার ১ শত ৯ জন। অপর দিকে ইতালীর মিলান শহরে ফিয়েরা মিলানো তে অস্হায়ী হাসপাতালের কার্যক্রম আজ হতে চালু করা হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের সেখানে ভর্তি নেয়া শুরু করেছে।
এদিকে ইতালী সরকার মৃত্যু বরন কারীদের স্বরনে আজ দুপুরে ১ মিনিট নিরবতা ও জাতীয় পতাকা অর্ধনির্মিত রেখেছেন প্রতি সিটিকর্পোরেশন এলাকায়।
করোনায় ভীতসন্ত্রস্ত প্রবাসী বাংলাদেশীরাও। আপনারা জানেন গত এক সপ্তাহে করোনায় ইতালিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন এখানে তা সঠিক ভাবে জানা যায়নি। এ নিয়ে উদ্ধিগ্ন প্রবাসী বাংলা কমিউনিটি।
এই ক্রান্তিলগ্নে থেমে নেই প্রবাসী সংবাদকর্মীরা। ইতালিতে বসবাস রত প্রবাসী সাংবাদিকরা যথাসাধ্য চেষ্টা করছেন পাঠকের কাছে পৌঁছে দিতে সর্বশেষ সত্য তথ্য।
‘ইতালিতে করোনায় দুই বাংলাদেশির মৃত্যু, উদ্ধিগ্ন বাংলাদেশী কমিউনিটি।
এই ক্রান্তিকালে ইতালী সরকার সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন। এদিকে বিভিন্ন সংস্থা প্রতিটি সিসি কর্পোরেশন এর বাসিন্দাদের মাঝে বিনামূল্যে মাক্স বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ দিক দিয়ে পিছিয়ে নেই বাংলাদেশী রাও। অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুনির এর উদ্যেগে করোনা ভাইরাস আক্রান্তদের সাহাজার্থে রোম ডোনেশন ফর কভিড ১৯ ইতালী বাংলাদেশ অর্থ উওোলন শুরু করেছেন। এছাতাও ভেনিস শহরে প্রবাসী বাংলাদেশী রা অর্থ উঠানো শুরু করেছেন যে অর্থ ভেনোতোর প্রেসিডেন্টের হাতে তুলে দেয়া হবে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য। আজ ইতালির সিপিং ব্যবসায়ী মনিরুজ্জামান বাবু আরকো বালেনো এস,আর,এল পক্ষে ভেনিসের আন্জেলো হাসপাতালে ডাক্তার দের জন্য ২ শত পিস করোনা প্রতিরোদক কাপড় ( তুত্বা) , ও জুতার কাভার , সিটিকরপোরেশন পুলিশের জন্য ১ শত পিস কাপড় ( তুওা) ও আনকোনা শহরে তরেত্বে হাসপাতালে ডাক্তারদের জন্য ৭৫ পিস কাপড় ( তুওা ) ও ৫০ পিস জুতার কাভার বিতরন করেন। এছাড়াও ইতালীর বিভিন্ন শহরে প্রবাসা বাংলাদেশীরা করোনা ভাইরাসে আক্রান্ত দের চিকিৎসায় সহায়তার জন্য অর্থ উঠানো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে।


এধরনের আরও সংবাদ