• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা অমান্য করায় ঠাকুরগাঁওয়ে সাত দোকাদারকে জরিমানা

সাংবাদিকের নাম / ৬২ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করায় ঠাকুরগাঁওয়ে ৭ দোকাদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার পর অভিযানে বের হন সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
অভিযানে জেলা সদরের রোড এলাকায়, জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজার,মাদারগঞ্জ বাজার,আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি বাজার এলাকায় পূর্বঘোষিত ঔষুধের দোকান ছাড়া অন্যান্য সকল দোকান বন্ধ রাখার নির্দেশ না মেনে মুদি, কাঁচামালের দোকান খোলা রাখেন ব্যবসায়ীরা । এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ৭ জন ব্যবসায়ীকে ১ হাজার করে ৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী অফিসার।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রশাসনের পক্ষ থেকে সর্তক বার বার করার পরেও ব্যবসায়ীরা দোকান খোলা রাখছে। অভিযানে ওষুধের দোকান ব্যতীত যাদের দোকান খোলা পাওয়া গেছে তাদেরকে জরিমানা করা হয়েছে। এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এধরনের আরও সংবাদ