নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ ও ফলাফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী ট্রাইব্যুনাল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে এই অভিযোগ দায়ের করেন তিনি।
নির্বাচন সুষ্ঠু হয়নি এমন অভিযোগে সিইসি, নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং কর্মকর্তা, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসসহ ৮ জনকে বিবাদী করা হয়। আবেদনে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে পুনরায় ভোটগ্রহণের আবেদন জানানো হয়।
গতকাল ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালও একই অভিযোগে আবেদন করেন।
১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই সিটিতেই আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়।