নিউজ ডেস্কঃ পটুয়াখালীতে এক চিকিৎসক করোনা পজেটিভ হওয়ার পরও চেম্বারে রোগী দেখার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে তৈরি হচ্ছে ব্যাপক সমালোচনা। ভিডিওটিতে দেখা যায়, পটুয়াখালীর নোভা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান। অন্য ব্যক্তিদের সঙ্গে কথোপকথোনে জানা যায়, কোভিড পজেটিভ রিপোর্ট পাওয়ার বেশ কয়েক ঘণ্টা পরও চেম্বারে অবস্থান করছিলেন তিনি। এসময় বেশ কয়েকজন রোগীকেও তার চেম্বারে অপেক্ষমাণ দেখা যায়।
আরো পড়ুনঃ উপসর্গ লুকিয়ে বিয়ে, তিনদিন পর নববধূ করোনা পজেটিভ ভিডিওতে করোনা পজেটিভ হওয়ার পরও রোগী দেখা অনৈতিক কিনা, এমন প্রশ্নের জবাবে ডা. মাহমুদুর রহমান বলেন, বিষয়টি অনৈতিক হলে সরকার ব্যবস্থা নিবে, এতে তার কোনো আপত্তি নেই। জনরোষের মুখে ডা. মাহমুদুর রহমান দাবি করেন, করোনা পজেটিভ আসার পরও তিনি রোগী দেখার কারণে কেউ কোভিড আক্রান্ত হলে কিংবা মারা গেলে, সে দায়িত্ব তিনিই নেবেন।