• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

নভো এয়ারের আট বছর পূর্তি কেক কেটে উদযাপন

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্কঃ নভো এয়ারের আট বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁও জেলার এজেন্টদের নিয়ে কেক কেটে উদযাপন করা হয়েছে। আজ রোববার বিকেলে জেলার টিএফসি ফাস্ট ফুডে এ আয়োজন করে নভো এয়ারের সৈয়দপুর জোন কর্মকর্তাগন।
এসময় জেলার সাতটি এজেন্টের মালিক ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। আট বছর পূর্তি উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সৈয়দপুর জোনের ইনচার্জ ও মার্কেটিং এবং সেলস্ কর্মকর্তা বাপি রহমান বাপ্পা বলেন, নভোএয়ার কোম্পানি সব সময় এজেন্টদের পাশে ছিল। আগামীতেও থাকবে। যতটুকু সুযোগ সুবিধা প্রদান করা প্রয়োজন তা কোম্পানি তাদের সাধ্যমত চেস্টা অব্যাহত রেখেছে আগামীতেও রাখবে। এছাড়া কোন যাত্রী যেন এ ফ্লাইটে ফ্লাই করে বিব্রত না হয় সে বিষয়েও সচেতন কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীদের সহযোগীতাও কামনা করেন তিনি। জেলার এজেন্ট মালিকরাও নভো এয়ারের পাশে থাকবে বলে আশস্ত করেন।


এধরনের আরও সংবাদ