• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

নতুন মুখ আসবে কেন্দ্রীয় আ. লীগে : কাদের

সাংবাদিকের নাম / ২৪৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সম্মেলনে নতুন মুখ আসবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে কি না তা দলীয় সভাপতির এখতিয়ার।’

বুধবার (৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সম্মেলন মানে নতুন পুরাতন মুখ মিলিয়ে কমিটি হবে। নেত্রী (আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যেটাই সিদ্ধান্ত নেবেন, তার সিদ্ধান্তে আমি বা আমাদের কোনো দ্বিমত নেই বলে জানান দলের সাধারণ সম্পাদক।

এ সময় ভারতের পুশইন চেষ্টার বিষয়টি অপপ্রচার মন্তব্য করে এ নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানান তিনি।

কাদের বলেন, এনআরিসি নিয়ে তারা (ভারত) বার বারই বলেছে আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বা ঘটবে না। ভারত সরকার স্বয়ং প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) আশ্বস্ত করেছেন সেখানে এ নিয়ে আমরা তো প্রশ্ন করতে পারি না, বা প্রশ্ন করে বিবৃত করতে চাইনি।


এধরনের আরও সংবাদ