• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

নতুন আক্রান্ত দুই ঠাকুরগাঁওয়ের আরো ৬৯ জনের নমুনা প্রেরণ

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো। আর নতুন করে আরো ৬৯ নমুনা পাঠানো হয়েছে বলে জানায় জেলার স্বাস্থ্য বিভাগ। তবে শুক্রবার বিকেল পর্যন্ত জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করতে না পারলেও রংপুর মেডিক্যালের অধ্যক্ষ ডাঃ নুরুনবী লাইজু ঠাকুরগাঁওয়ে নতুন দুজন আক্রান্তের কথা নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গেল ২৪ ঘন্টায় আরো এ জেলা থেকে আরো ৬৯ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত ২৪৬ জনের নমুনা পাঠানো হয়েছে । আর ৬৯ জনের নমুনার ফলাফল আগামীকাল পাওয়া যাবে যা আগের নমুনার বাইরে।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। তা প্রেরণ করা হচ্ছে রংপুরে। নমুনা পরিক্ষার পর বলা যাবে ফলাফল।


এধরনের আরও সংবাদ