• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

ধর্ষকের ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্কঃ নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জম্মা নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে সংগঠনে সভাপতি মাওলানা মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর ঘুরে চৌরাস্তায় সমাবেশে যোগ দেয়।
‌সমাবেশে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আমিরুজ্জামান পিয়েল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমানসহ বক্তারা বলেন, স্বাধীনতার অর্ধশত বছর পরেও দুর্নীতি সন্ত্রাসী টেন্ডারবাজি খুন ধর্ষণে দেশ আজ ছেয়ে গেছে। এসব এর তীব্র প্রতিবাদ এবং কঠোর আইন পাস করে শাস্তি দিতে হবে। তেতুল গাছ লাগে যেমন আম খাওয়ার আশা করা যায় না তেমনি ভাবে বিএনপি ও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে দুর্নীতি মুক্ত এবং সুখী সমৃদ্ধ দেশের আশা করা যায় না। সমাবেশে সভাপতি বলেন, পূর্বের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায ধর্ষণের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই কঠোর শাস্তির কোন বিকল্প নেই। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ফরিদুল ইসলাম কাসেমী, ইশা ছাত্র আন্দোলন ঠাকুরগাঁ জেলা শাখার সভাপতি মোঃ শরাফত হোসেন। ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুসা বিন হারুন, শ্রমিক আন্দোলনের সংগ্রামী সভাপতি মুহাম্মদ আবদুল জব্বারসহ অনেকে।


এধরনের আরও সংবাদ