• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

দোকান খোলার দাবিতে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের মানববন্ধন

সাংবাদিকের নাম / ৬২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে জেলার ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী সংগঠনগুলোর উগ্যোগে এ কর্মসুচি পালন করে তারা।
মানববন্ধন চলাকালে চেম্বার অব কর্মাসের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সাধারন সম্পাদক মুরাদ হোসেন, পরিচালক মামুন অর রশিদ, শাওন চৌধুরিসহ বক্তারা আগামী শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল প্রকার দোকানপাঠ খুলে দেয়ার সিন্ধান্ত দিতে হবে। অন্যথায় ব্যবসায়ীরা আরো কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে ব্যবসায়ী নেতারা জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান করেন।


এধরনের আরও সংবাদ