• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

দোকানপাট খুলে দিলে সংক্রমণ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকের নাম / ৭১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের টেস্টের সংখ্যা এবং পরীক্ষার স্থান আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (০৫ মে) বিকেলে করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির বৈঠকের আগ মুহূর্তে এ তথ্য জানান মন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের টেস্টের সংখ্যা এবং পরীক্ষার স্থান আরও বাড়ানো হবে। বঙ্গবন্ধু মেডিকেলেও টেস্টের সক্ষমতা বাড়ানো হবে।
গার্মেন্টস, দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার বিষয়ে বিশেষজ্ঞদের প্রস্তাবনা ও পরামর্শ সরকারের কাছে শিগগিরই জমা দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দোকান পাট ও গার্মেন্টস খুলে দেয়ায় সংক্রমণ আরো বাড়তে পারে বলেও আশঙ্কা তার।
করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত ব্রিফ করবেন বলে জানা গেছে।


এধরনের আরও সংবাদ