• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

‘দেশি পেঁয়াজ না আসা পর্যন্ত দাম কমছে না’

সাংবাদিকের নাম / ২২১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না দেশের পেঁয়াজের বাজার। বরং সংকটের মুখে লাগামহীনভাবে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। ৫০ টাকার মিয়ানমারের পেঁয়াজের কেজি এখন ৯৫ টাকা। আর চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা দরে।

সবশেষ তথ্য অনুযায়ী, সোমবার মিয়ানমার থেকে প্রতিটিতে ১৩ মেট্রিক টন হিসাবে ১৫ ট্রাক পেঁয়াজ এসেছে খাতুনগঞ্জে। সব মিলিয়ে পেঁয়াজের পরিমাণ ২শ মেট্রিক টন। অথচ স্বাভাবিক সময়ে আসতো দেড়শোর বেশি ট্রাকে করে অন্তত ৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ। চাহিদার তুলনায় সরবরাহের ঘাটতির সুযোগে পেঁয়াজের দাম বেড়েছে ২ থেকে ৩ গুণ।

দেশের সবচে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে যখন এ পরিস্থিতি তখন খুচরা বাজারের চিত্র আরো ভয়াবহ। সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা দরে। যে কারণে খুচরা বিক্রেতাদের পড়তে হচ্ছে নানামুখী সমস্যায়।

তবে দেশীয় পেঁয়াজ বাজারে না আসা পযন্ত দাম কমার কোনো সম্ভাবনাই দেখছেননা বলে জানান খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক সৈয়দ ছগির আহমেদ।

দেশে বছরে ৩০ লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে।


এধরনের আরও সংবাদ