• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

দুস্থ্য অসহায় দরিদ্রদের হককে নিয়ে যারা ব্যবসা করবে এ সমস্ত লোকদের বয়কট করা হবে-ডাঃ মোঃ এনামুর রহমান

সাংবাদিকের নাম / ১১৯ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ত্রাণ মন্ত্রনালয়ে মানসম্মত মালামাল না দেয়ার অভিযোগে ইতোমধ্যে অনেককে ব্লাক লিস্ট করা হয়েছে। ত্রানের মালামাল সররাহের ক্ষেত্রে জনগনের ভাগ্য নিয়ে যারা ছিনি বিনি খেলবে দুস্থ্য অসহায় দরিদ্রদের হককে নিয়ে যারা ব্যবসা করবে এ সমস্ত লোকদের বয়কট করা হবে। আমরা আন্তর্জাতিক মানের মালামাল বর্তমানে সরবরাহ করছি বলে জানান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।
তিনি আজ দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
তিনি আরো জানান, ঠাকুরগাঁও জেলার জন্য আগেই ৩৯ লাখ কম্বল দেয়া হয়েছে। এছাড়া খাদ্য সামগ্রী ও শিুশুদের গড়ম কাপড়ের জন্য ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে। আজ আরো নতুন করে ১ হাজার বান্ডেল টিন ও ৩০ লক্ষ টাকা প্রদানের ঘোষনার পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষে ১শ টি দূর্যোগ সহনীয় ঘর প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।
পরে তিনি জেলা প্রশাসন আয়োজিত জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে আনুষ্ঠানিকভাবে দুস্থ্য অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র এবং শিশুদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন। এসময় মন্ত্রী ছাড়ার ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল, অতিরিক্ত সচিব মোঃ মোহসীন, জেলা প্রশাসক ডাঃ কেএম কামরুজ্জামান সেলিম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, সদর উপজেলা আলীগের সাধারণ সম্পাদক ও রাজাগাঁও ইনিয়নের চেয়ারম্যান মোশারুল ইসলামসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ