• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

দুটি প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নে নগদ অর্থ দিলেন-আ’লীগ নেতা সুজন

সাংবাদিকের নাম / ৫৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে নগদ অর্থ প্রদান করেছেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন। তিনি আজ মঙ্গলবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর চোচপাড়া জামে মসজিদের উন্নয়নে ২০ হাজার ও বালিয়াডাঙ্গী ঈদগাঁপাড়া জামে মসজিদের উন্নয়নে ১০ হাজার টাকা প্রদান করেন।
এসময় তিনি বলেন, শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয় সব ক্ষেত্রেই আমরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছি। মাননীয় প্রধাণমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি কাজ দায়িত্বের সাথে পালন করার চেষ্টা করছি। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে এ সরকারের পাশে থাকতে হবে আপনাদের। তাহলে আমরা সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে পারবো। অর্থ প্রদানের সময় জেলা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও মসজিদ কমিটির অনেকে উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ