• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাব ১৩

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে যে কোন ধরনের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে তৎপর থাকে এবং অভিযান পরিচালনা করে থাকে।। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল তারিখ তারিখ ১২/০৭/২০২০ খ্রিঃ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন, চক্ষু হাসপাতাল রোডস্থ জেনারেল হাসপাতালের সামনে ধৃত আসামী ১। মোঃ নূরে আলম সিদ্দিক (২৭), পিতা-মোঃ আব্দুস সালাম, সাং-উপশহর-১, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর, ২। মোঃ মাহাফুজার রহমান @ মিলন (৩২), পিতা-মোঃ মাহাবুবার রহমান, সাং-উপশহর-৫, থানা-কোতয়ালী, জেলা- দিনাজপুর’কে ৭৩০ (সাতশত ত্রিশ) টি মাদকদ্রব্য টাপেন্টা ট্যাবলেট এবং ০২ (দুই)টি মোটরসাইকেল সহ গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর-সীমান্তর্বী এলাকা হতে তারা মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত। র‌্যাব বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-প্রেস রিলিজ


এধরনের আরও সংবাদ