• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

দিনাজপুরে অসহায়দের মাঝে এসএসসি-১৫ ব্যাচের খাদ্য সহায়তা প্রদান

সাংবাদিকের নাম / ৫৭ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯)ছড়িয়ে পড়ায় দিনাজপুরের কাহারোলে কর্মহীন অসহায় মানুষের মাঝে এসএসসি-১৫ ব্যাচের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করেছেন এসএসসি-১৫,১৬ ও ১৯ ব্যাচের শিক্ষার্থীরা।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার কদমতলী বাজার থেকে চাল, ডাল ,লবণ,তেলসহ আলু খাদ্য সামগ্রী ও সাবান বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সমন্বয়ক হৃদয় ইসলাম বলেন,আমাদের যতটুকু সাধ্য আছে তা নিয়ে অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যার ফলশ্রুতিতে নিরুপায় মানুষের মাঝে অল্প করে হলেও উপহার দেওয়ার চেষ্টা করছি।
এসময় সমন্বয়কের দায়িত্বে থাকা মুনির হোসাইন, নয়ন দেব, ওয়ারেছ আলী,দিপস রায়, বিশাল হোসন ও সানি রহমান সকলকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যনাদ জানান।


এধরনের আরও সংবাদ