• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা!

সাংবাদিকের নাম / ১৫২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ অস্কারের মনোনয়ন ঘোষণার পর এবার ‘বাফটা’ উপস্থাপনা করবেন প্রিয়াঙ্কা চোপড়া। এরই মধ্যে আমন্ত্রণ পাঠানো হয়েছে অভিনেত্রীকে। ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ৭৪তম আসরের ভার্চুয়াল মঞ্চে উপস্থাপনা করবেন তিনি।

প্রিয়াঙ্কার সঙ্গে ভার্চুয়ালে স্ক্রিন শেয়ার করবেন টম হিডলস্টোন, হিউ গ্রান্ট, চুইটেল এজিয়োফোর, অ্যানা কেন্ড্রিকের মতো তারকারা। এমনটাই জানা গেছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে।

উপস্থাপনার দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এই দায়িত্ব পেয়ে খুবই গর্বিত।’ নিজের দায়িত্বটুকু ঠিকঠাক পালন করতে চান এ অভিনেত্রী।

প্রিয়াঙ্কার অভিনীত সবশেষ সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’ থাকছে বাফটার সেরা তালিকায়। সেরা অভিনেতা বিভাগে আদর্শ গৌরব এবং সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে বিভাগে লেখক ও পরিচালক রামিন বাহরানি মনোনয়ন পেয়েছেন। যদিও সেরা অভিনেত্রীর শর্ট লিস্টে থেকেও বাদ পড়ে যান প্রিয়াঙ্কা।

সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করছেন তিনি। তবে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ের পর পুরোপুরি থিতু হয়েছেন মার্কিন মুলুকে। এরপর কয়েকটি হলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি।


এধরনের আরও সংবাদ