• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

দাউ দাউ করে পুড়ছে বস্তি, নিয়ন্ত্রণে ২২ ইউনিট

সাংবাদিকের নাম / ৭৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে হু হু করে বাড়ছে আগুনের লেলিহান। দেড় ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলছে আগুন। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।

বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার সময় নিউজকে বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে আমাদের ১১টি ইউনিট পরে পর্যায়ক্রমে ১৬ এবং ২২টি ইউনিট সেখানে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।


এধরনের আরও সংবাদ