• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

দলমত নির্বিশেষে সবাইকে মুজিববর্ষের আমন্ত্রণ

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ সাম্প্রদায়িক অপশক্তি বাদে দলমত নির্বিশেষে সবাই মুজিববর্ষের আমন্ত্রণ পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, মুজিববর্ষের আমন্ত্রণে বিএনপি আসবে কি না সেটা তাদের সিদ্ধান্ত।

তিনি বলেন, দল মত নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন, স্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন। তাদের সকলের জন্যই এই মুজিব বর্ষ উন্মুক্ত থাকবে। এখানে কোন সংকীর্ণতার সুযোগ নেই। মুজিব বর্ষে বিরোধীদল অংশগ্রহণ করবে কিনা সেটা তাদের ব্যাপার, আমারা তাদের আমন্ত্রণ করবো।


এধরনের আরও সংবাদ