• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

দরজা বন্ধ রেখে অফিস করার অভিযোগ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর ইউএনও’র বিরুদ্ধে

সাংবাদিকের নাম / ৫৮ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ জনসেবার জন্য প্রশাসন প্রতিপাদ্যে দেশের বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ নিজেদের দপ্তর জনগণের জন্য উন্মুক্ত করে দিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনাম অর্জনের পাশাপাশি জনসাধারণের আস্থার প্রতিক হয়েছেন অনেকেই। কিন্তু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এটির চিত্র উল্টো।

বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন দরজা বন্ধ করে পালন করছেন দাপ্তরিক কার্যক্রম। মঙ্গলবার দুপুর ১টার সংবাদ সংগ্রহের কাজে গিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এমন দৃশ্য দেখা গেছে।

মঙ্গলবার দুপুরে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নফাঁস এবং নকল সরবরাহের সময় পুলিশের হাতে নাতে বালিয়াডাঙ্গী চৌরাস্তার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ৩ জন আটক হয়। এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য ইউএনও অফিসে গেলে তার কক্ষে প্রবেশের দুটো দরজা বন্ধ পাওয়া যায়।

অফিসের স্টাফদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় তিন মাস ধরে ইউএনও’র ঘরে প্রবেশের দরজা বন্ধ। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার ২০২নং কক্ষের ভিতরে একটি গোপন দরজা দিয়ে ইউএনও’র কক্ষে প্রবেশ করছেন দাপ্তরিক কাজে আসা লোকজন। আর বাইরে ইউএনও’র নেম প্লেট ঝুলানো দরজা বন্ধ এবং অন্যটিতে তালা ঝুলানো।

গোপন দরজা দিয়ে ভিতরে প্রবেশের অনুমতি চাইলে ইউএনও খায়রুল আলম সুমন জানান, এখন ব্যস্ত আছি। আসা যাবে না। আটক তিনজনকে কি রায় দিলেন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, পুলিশের কাছ থেকে জেনে নিয়েন। এছাড়া তিনি অধিকাংশ সময়েই সাংবাদিকদের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। আর ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেন না বলে অভিযোগ জেলার বেশকিছু সংবাদকর্মীর।

প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের বিষয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে খোজ নিয়ে জানা গেছে, ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে মোবাইলে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে আজিজুর রহমান, মুন্না ও আব্দুল খালেক নামে ৩ ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, আসামীদেরকে মঙ্গলবার বিকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমকে মুঠোফোনে ইউএনও’র দরজা বন্ধের বিষয়ে অবগত করলে তিনি জানান, আমি এ বিষয়ে ইউএনও’র সাথে কথা বলবো।


এধরনের আরও সংবাদ