• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

তিন কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন-আ’লীগ নেতা সুজন

সাংবাদিকের নাম / ৬২ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ তিন কোটি টাকা ব্যয়ে খাল খনন কাজের উদ্বোধন করলেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন। গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলামের পক্ষে খনন কাজের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, জেলার হরিপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণ করলেন আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি । বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক আমগাঁও ইউনিয়নের জাদুরানী লোলতাই খাল খনন সাড়ে ১৩ কিলোমিটার দৈর্ঘ্য প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে খননের কাজের উদ্বোধন করা হলো। আ’লীগ সরকারের পাশে থাকলে উন্নয়নের জোয়ারে ভাসবে বাংলাদেশ। আমরা চাই আপারা আমাদের পাশে থাকবেন।

 

উদ্বোধন অনুষ্ঠানে হরিপুর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম পুস্প, বিএডিসি নির্বাহী প্রকৌশলী সৈয়দা সাদিয়া জামাল (দিনাজপুর),আমগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাভেল তালুকদার, হরিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রিপন, ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান সরকার,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উমাকান্ত ভৌমিক, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শরীফ উদ্দিন শরিফ,হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুব্রত ভৌমিক মিলন, সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ