• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

তামিম-শান্তর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

সাংবাদিকের নাম / ৭৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ পাল্লেকেলের সবুজ উইকেটে শুরুতেই সফলতার মুখ দেখেছে স্বাগতিক লঙ্কান বোলাররা। টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে শুরুতেই চাপে ফেলে দেয় প্রতিপক্ষের বোলাররা। ব্যক্তিগত শূন্য রানে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন ওপেনার সাইফ হাসান। স্কোরবোর্ডে তখন রান মাত্র ৮। তবে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন আরেক ওপেনার তামিম ও নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় উইকেট জুটিতে শক্ত প্রতিরোধ গড়েন এই দুই ব্যাটসম্যান। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এরই মধ্যে গড়ে ফেলেছেন ৯৮ রানের জুটি।

ফিফটি তুলে নিয়েছেন তামিম। ৭২ বলে ৬৫ করে অপরাজিত তিনি। চার মেরেছেন ১২টি। এছাড়া  নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৮৬ বলে ৩৭ রান নিয়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১০৬ রান। লঙ্কানদের হয়ে একটি উইকেট নিয়েছেন ফার্নান্দো।


এধরনের আরও সংবাদ