• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ হলফনামায় তথ্য গোপনের অভিযোগে ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে এবার হাইকোর্টে রিট করেছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন তিনি। রিটে নির্বাচন কমিশন, তাবিথ আউয়ালসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আগামীকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

রিটকারীর দাবি, সিঙ্গাপুরে এনএফএম এনার্জি প্রাইভেট কোম্পানি লিমিটেডের শেয়ার থাকার বিষয়টি হলফনামায় উল্লেখ করেননি তাবিথ। এর আগে তাবিথের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনেও লিখিত আবেদন করেন তিনি।


এধরনের আরও সংবাদ