• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

সাংবাদিকের নাম / ৬৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আর এই ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস।

এ ঘটনায় সোমবার (০৬ জানুয়ারি) ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার মেয়েটির বাবা। বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

সকালে শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে অনশন কর্মসূচি শুরু করেছেন কয়েকজন শিক্ষার্থী। একই সঙ্গে ছাত্রলীগ বিক্ষোভে করছে। এছাড়া মধুর ক্যান্টিন থেকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল।

এছাড়া ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ইতিমধ্যে একটি পেইজ তৈরি হয়েছে, যেখানে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে, ঢাকা মেডিকেলে নির্যাতিত শিক্ষার্থীকে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।


এধরনের আরও সংবাদ