• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

ঢাবির হল থেকে অস্ত্রসহ সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

সাংবাদিকের নাম / ২৫৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হল থেকে অস্ত্রসহ সাবেক এক ছাত্রলীগ নেতা ও অপর একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে তাকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন হলেন হাসিবুর রহমান তুষার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক উপ-সম্পাদক। অপরজন আবু বকর আলিফ। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক।

তাদের আটকের বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তুষার ছাত্রলীগের মুহসিন হলের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদ মো. রিয়াজ ফরাজিকে ডেকে মাথায় পিস্তল ধরে। গ্রুপ রাজনীতির জেরে রিয়াজের মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়।

এর কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হলে গিয়ে তাদের আটক করে।

শিক্ষার্থীরা জানান, মুহসিন হলের ১২৭ নম্বর কক্ষটি সিল-গালা করা হয়েছে। এই রুমে থাকতেন তুষার। তুষারের কাছে ইয়াবা পাওয়া গেছে বলে জানান তারা।


এধরনের আরও সংবাদ