• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:২২ অপরাহ্ন

ঢাকায় বলিউড নায়িকা সুস্মিতা সেন

সাংবাদিকের নাম / ২২৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

নিউজ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারকের দায়িত্ব পালন করবেন বলিউড তারকা ও ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ী সুস্মিতা সেন।

সে জন্য বুধবার (২৩ অক্টোবর) ঢাকায় এসেছেন তিনি। দুপুর সাড়ে ১২টায় ঢাকায় পৌঁছান এ তারকা। তথ্যটি নিশ্চিত করেছেন আয়োজনের জনসংযোগ কর্মকর্তা মাসুদ হাসান।

সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে সুস্মিতা সেন বিচারক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি বিজয়ীর মাথায় ক্রাউন পরিয়ে দেবেন। সেরা ১০ প্রতিযোগী আজকের এ চূড়ান্ত পর্বে অংশ নেবেন। বিচারক হিসেবে আরও থাকবেন সংগীতশিল্পী তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, টুটলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী। মঞ্চে প্রতিযোগীরা বেশ কিছু কোরিওগ্রাফিতে অংশ নেবেন।

প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন তিনি অংশ নেবেন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মূল আসরে। চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে এ আসর।


এধরনের আরও সংবাদ