• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

ডিসেম্বরের শেষে মুক্তি পাচ্ছে জয়ার ‘রবিবার’

সাংবাদিকের নাম / ২০৯ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: কলকাতার নির্মাতা অতনু ঘোষের সিনেমায় দুজনই অভিনয় করেছেন। অতনুর প্রথম ছবি ‘ময়ুরাক্ষী’-তে দেখা গিয়েছিল বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এরপর অতনুর দ্বিতীয় ছবি ‘বিনিসুতোয়’ অভিনয় করেছেন জয়া আহসান।

এবার অতনু প্রথমবারের মতো এক করেছেন দুই বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ ও জয়া আহসানকে। নতুন ছবিটির নাম ‘রবিবার’। সিনেমাটি আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছেন জয়া।

একটা সম্পর্কের গল্প ও থ্রিলার মিলিয়ে তৈরি হয়েছে ‘রবিবার’। সিনেমায় দেখা যাবে জয়া-প্রসেনজিতের একটা সম্পর্ক ছিল, কিন্তু সেটা ভেঙে যায়। হঠাৎ একদিন রবিবারে তাদের সঙ্গে দেখা হয়। প্রসেনজিৎ অভিনয় করছেন অসীমাভর চরিত্রে, আর জয়ার চরিত্রের নাম সায়নী।

সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ইকো এন্টারটেইনমেন্ট। টিজারের শেষ অংশে প্রসেনজিৎ জয়াকে বলেছেন, আমি ভালো নেই সায়নী, একদম ভালো নেই।

সিনেমার টিজারে প্রশংসায় ভেসেছেন প্রসেনজিৎ, জয়া। এখন শুধুই মুক্তির অপেক্ষা।


এধরনের আরও সংবাদ