• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

ডিসির সহায়তায় নতুন ঠিকানা পেলেন হিজড়া সম্প্রদায়

সাংবাদিকের নাম / ২৫৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ডিসি সহায়তায় নতুন ঠিকানা পেলেন হিজড়া সম্প্রদায়। বুধবার (১৩ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নারগুন ইউনিয়নের কহরপাড়ায় হিজড়া জনগোষ্ঠীদের জন্য নির্মিত “উত্তরণ গুচ্ছগ্রামের ” উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এসময় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম উপস্থিত থেকে হিজরা জনগোষ্ঠীদের জন্য নির্মিত উত্তরণ গুচ্ছগ্রামের বরাদ্রকৃত ২০ টি ঘর হস্তান্তর করেন।
উত্তরণ গুচ্ছগ্রাম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ভুমি অফিাসার বহ্নি শিখা আশা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলি, ১৬ নং নারগুন ইউনিয়নের চেয়ারম্যান পয়গাম আলি প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, আমাদের দেশকে উন্নতশীল করতে হলে একজন মানুষকেও পিছিয়ে পরতে দেয়া যাবেনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিানর নির্দেশনায় পিছিয়ে পরা মানুষদেরকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে চাই, তাদের রাষ্ট্র প্রদত্ত সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই। তারই অংশ হিসেবে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে ঘর বিতরনের ব্যবস্থা সম্পন্ন করেছি।


এধরনের আরও সংবাদ