• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

ঠাকুরগাওয়ে ৫ টাকায় ঈদ বাজার

সাংবাদিকের নাম / ৪৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১২ মে, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাওয়ে সেচ্ছাবেসক সংগঠন সহায় এর উদ্যোগে ৫ টাকায় ঈদ বাজার হিসেবে অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ বুধবার ১১টায় ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে সহায় নামে একটি মানবিক সেচ্ছাসেবী সংগঠন পাঁচ টাকায় ঈদের বাজারের আয়োজন করে। এসময় অসহায় পরিবারগুলোকে মাত্র ৫ টাকায় একটি করে মুরগী, চিনি, সেমাই, পোলাও চাল, দুধ, তেল, বিস্কুটসহ ৮টি খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সুজন খানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, সদর থানার ওসি তানভীরুল ইসলাম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বিশিষ্ট্য ব্যবসায়ী শরিফুল ইসলাম শরিফ, সংগঠনটির সহ-সভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মাত্র পাঁচ টাকায় খাদ্য সামগ্রী পেয়ে খুশি জেলার অসহায় মানুষেরা।

 


এধরনের আরও সংবাদ