• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষের বিদায় ও সংবর্ধনা

সাংবাদিকের নাম / ৮১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে শিবগঞ্জ ডিগ্রী কলেজ হলরুমে এর আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
এসময় বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে শিবগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আলী হুসাইনকে আন্তরিকতার সাথে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশরাফুল হক, গর্ভনিংবডির সভাপতি মোঃ আমিনুল ইসলাম হিরু চৌধুরী, সদস্য একে মাইনুদ্দিন, অভিভাবক সদস্য মোঃ সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আহম্মদ উল্লুব্বীসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও কর্মচারিরা।
বিদায় অনুষ্ঠানে আলোচনা শেষে কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আলী হুসাইনকে সংবর্ধনা প্রদান করেন গর্ভনিংবডির সদস্য, কলেজ শিক্ষক ও কর্মচারিরা।
ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ বিদায়ী বক্তব্যে বলেন, কলেজের সুষ্ঠ পাঠাদানসহ অবকাঠানো উন্নয়ন ও সহকর্মীদের সাথে মিলে মিশে কাজ করার পাশাপাশি সকল ক্ষেত্রে যথাসাধ্য চেস্টা করেছেন। সেই সাথে তার অনুপস্থিতিতে কলেজের সুনাম ও সকল কার্মকান্ডে সফলতা কমনা করেন।
সেব শেষে কলেজ প্রতিষ্ঠালগ্নের প্রয়াত শুভাকাঙ্খিসহ সবার মঙ্গল কামনায় দোয়া করা হয়।


এধরনের আরও সংবাদ