নিউজ ডেস্কঃ সরকারের ঘোষনার পর আজ থেকে ঠাকুরগাঁওয়ে সকাল থেকেই শপিংমল খুলেছে ব্যবসায়ীরা। জেলা শহরের হাওলাদার সুপার মার্কেট কর্তৃপক্ষ কিছুটা নিয়ম নামলেও বেশিরভাগ মার্কেটগুলোতে মানা হয়নি সরকারি নিয়ম কানুন। মৌচাক মার্কেট গুরে দেখা গেছে ক্রেতারা অনেকেই মাস্ক পরিধান ছাড়াই কেনা কাটা করছে। ওই মার্কেটের অনেকে ব্যবসায়ীরাও মাস্ক না পরেই কাপড় বিক্রি করছেন। এছাড়া সামাজিক দুরত্ব বজায় না রেখে অনেকটা গাদাগাদি করেই বেচা কেনা করা হচ্ছে । বড় বড় সপিংমলগুলো ছাড়াও ছোট মার্কেট গুলোতেও দেখা গেছে একই পরিস্থিতি।
এ অবস্থায় দুপুরে জেলা মেজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম নিজেই মাঠে নেমেছেন পরির্দশনে। পরিদর্শনের সময় তিনি বলেন, বেশিরভাগ ব্যবসায়ীরা সরকারের নিয়ম মানছেন না। আজ প্রথম দিন বলেই তাদের সতর্ক করা হচ্ছে। আগামীকাল একই পরিস্থিতি থাকলে সব দোকানপাট বন্ধ করে দেয়া হবে। আমরা জনগনকে ঝুকির মধ্যে ফেলতে চাই না। ব্যবসায়ীরা নিয়ম কানুন মেনে ব্যবসা করতে পারলে করবে। নাহলে তাদের দোকান বন্ধ রাখতে হবে আমাদের সিন্ধান্ত পরিস্কার।