• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

ঠাকুরগাঁও ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের কমিটি গঠন

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতে ফারিয়া এর উদ্যোগে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন হয়। কমিটি গঠনের আগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ’র সভাপতি ডাঃ মোঃ খয়রুল কবির। আলোচনা শেষে জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের নতুন কমিটির আত্মপ্রকাশ হয়।
সমঝোতার মাধ্যমে সদ্য এ কমিটির সভাপতি হিসেবে মোঃ আবু সায়েম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা নির্বাচিত হয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান কমিরি সভাপতি আবু সায়েম। এসময় তিনি আরো বলেন সংগঠনকে গতিশীল করতে ঐক্যবন্ধ হওয়াটা জরুরি। সকলে বিপদে আপদে এই সংগঠন ভুমিকা পালন করবে। আমরা চাই জেলায় যারা রিপ্রেজেন্ট করছেন তারা আন্তরিকতার সাথে সংগঠনকে গতিশীল করতে সাহায্য করবে।


এধরনের আরও সংবাদ