• মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অফিসে বসেই ধূমপান পিআইও’র প্রকল্পে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১ অবৈধ দখলে উপজেলা পরিষদ আবাসিক ভবনভাড়া বকেয়া দুইলাখ পদক্ষেপ নেই কর্তৃপক্ষের হামলা-ভাঙচুর-লুটপাটের দৃশ্য ভেসে উঠছে প্রকাশ্যে ঘুরছে হত্যাকারি আলামিন হিন্দুদের মন্দির-বাড়ি পাহারায় জামায়াত-শিবির

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতির মিথ্যা মামলায় আগাম জামিন পেলেন

সাংবাদিকের নাম / ২০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

নিউজ ডেস্কঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির নেতাদের উপর সন্ত্রাসী কায়দায় হামলার পর ক্ষমতার অপব্যবহার করে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনসুর আলীর দায়ের করা মিথ্যা মামলা থেকে ৭ জন সাংবাদিককে আগাম জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী সদর আদালতের বিচারক আরিফুল ইসলাম তাদের আগাম জামিন মঞ্জুর করেন। ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির পক্ষের আইনজীবি এ্যাড. আবু তোরাব মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আগাম জামিন পাওয়া সাংবাদিকরা হলেন-ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি এমদাদুল হক ভুট্টো, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, অর্থ সম্পাদক ও সময়টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আলিম, বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু ও নিউজ নেট ২৪ বিডি ডট কম এর স্টাফ রিপোর্টার সুমন। জানা গেছে, গত ১৮ মার্চ ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে দ্বন্দে জড়ায় প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী ও অন্যান্য সাংবাদিকরা। পরে নরেশ চৌহান রোডে সময় টিভির প্রতিনিধির অফিসে এসে ফিল্মি স্টাইলে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দপ্তর সম্পাদককে মারধর করে। পরে মারতে মারতে তুলে যায় ভুট্টোকে।
সিসিটিভি ক্যামেরা ফুটেজের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওইদিনই প্রেস ক্লাবের নেতা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে মনসুর আলী। অন্যদিকে নির্যাতনের শিকার হয়ে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সম্পাদক বাদি হয়ে পৃথক দুটি মামলা করেন। এছাড়া সময় টিভির প্রতিনিধির অফিসে এসে সন্ত্রাসী কায়দায় মারপিট করে ভুট্টোকে তুলে নিয়ে যাওয়া ক্ষতিসাধন করায় প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সম্পাদকসহ কয়েকজনে আসামী করে আরো একটি মামলা করেন।
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু বলেন, আমাদের লোকজনকে মারধর করে উল্টো আমাদেরকে মামলার আসামী করা হয়েছে। সুষ্ঠু তদন্তের আসল ঘটনা বেরিয়ে আসবে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি। তাছাড়া প্রেস ক্লাবের নেতাদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে আমরা হতবাক হয়েছি।
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল হক ভুট্টো জানান,আমরা আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। মামলায় আইনগত ভাবে লড়াই করবো।


এধরনের আরও সংবাদ

সাম্প্রতিক প্রকাশিত

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.