• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

ঠাকুরগাঁও পৌরসভাকে আধুনিক ও মাদকমুক্ত করতে হবে – আব্দুল মজিদ আপেল

সাংবাদিকের নাম / ৪৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও পৌরসভাকে আধুনিক ও মাদকমুক্ত করতে হবে মন্তব্য করেছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে গোয়ালপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধাণ অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
“মাদক মুক্ত সমাজ চাই ক্রীড়ার কোন বিকল্প নাই” এই শ্লোগানকে সামনে রেখে মাসব্যাপি ফুটবল টুর্নামেন্টে ৩২টি দল অংশ নেয়।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাঠে নামে মনিং ক্লাব ও হাজীপাড়া জুনিয়র ফুটবল দল। ২৫ মিনিটের খেলায় সমতা হলে ট্রাইব্রেকারে ২-০ গোলে মনিং ক্লাব ও হাজীপাড়া জুনিয়রকে পরাজিত করে।
সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য মারুফ হোসেনের সভাপতিত্বে আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি হামিদুর রহমান ও সিনিয়র সাংবাদিক রবিউল ইসলাম রুবেল সহস্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ