• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন

ঠাকুরগাঁও পক্ষে বিপক্ষে দন্দ্বের জেরে সংঘর্ষ আহত পাঁচ হাসপাতালে ভর্তি

সাংবাদিকের নাম / ৪৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও পক্ষে বিপক্ষে দন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা শহরের এসিল্যান্ড বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের আহত পাঁচজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আদম আলীর প্রতিপক্ষ রসুলের সাথে দন্দ্বের জেরে কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় ধাড়ালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হয়। পরে গুরুতর অবস্থায় উভয় পক্ষের পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তবে ঘটনার মুল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
আদম আলীর পরিবারের স্বজনদের দাবি বাড়ির পাশে বড়ই পারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রসুলের লোকজন ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তাদের লোকজনই বেশি আঘাতপ্রাপ্ত হয়।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।


এধরনের আরও সংবাদ