• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

ঠাকুরগাঁও দোকান ও প্রতিষ্ঠান কর্মচারি ইউনিয়ন কমিটির শপথ গ্রহন

সাংবাদিকের নাম / ৫৪ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

এসএম মোক্তাদেরুরজ্জামান রাসেলঃ ঠাকুরগাঁও দোকান ও প্রতিষ্ঠান কর্মচারি ইউনিয়ন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের হলপাড়া কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান দোকান ও প্রতিষ্ঠান কর্মচারি ইউনিয়নের প্রধাণ নির্বাচন কমিশনার ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন কমিশনার এ্যাডভেকেট ইমরান হোসেন, দেলোয়ার হোসেন, মনির হোসেন, আব্দুল জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও আহবায়ক কমিটির আহবায়ক প্রদীপ কুমার গুপ্ত।
যারা শপথ নিয়েছেন তারা হলেন, নব নির্বাচিত কমিটির সভাপতি রঞ্জিত কুন্ডু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইসরাফিল হক লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহিন খান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক লিটন, দপ্তর সম্পাদক ভুপেন চন্দ্র রায়, প্রচার সম্পাদক নুরুল আমিন রুহুল, সমাজকল্যাণ সম্পাদক জহির, শ্রম সম্পাদক আআসাদুজ্জামান রনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপক শর্মা, কার্যনির্বাহী সদস্য কাজল, পরেশ রায়।
১৩ সদস্য বিশিষ্ট্য এই কমিটি আগামী তিন বছরের জন্য কাজ করবেন বলে জানান প্রধাণ নির্বাচন কমিশনার।


এধরনের আরও সংবাদ