• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও দুই আসনের এমপি দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও দুই আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্টের ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান। এছাড়াে আজ নতুন করে জেলায় আরো ১৫জন করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
সিভিল সার্জন জানান, ২১ আগস্ট ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব দবিরুল ইসলামের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। আজ তার ফলাফল প্রজেটিভ আসে।
এছাড়া ঠাকুরগাঁও জেলায় আজ নতুন করে এমপি ছাড়া আরো ১৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায়-৩ জন,বালিয়াডাঙ্গী উপজেলায়-৬ জন, পীরগঞ্জ উপজেলায়-৩জন, রাণীশংকৈল উপজেলায়-২ জন ৩ হরিপুর উপজেলায়-১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৮১০ জন,যাদের মধ্যে ৪৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। আর মারা গেছে ১৪ জন।


এধরনের আরও সংবাদ