নিউজ ডেস্কঃ করোনা মোকাবেলায় দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও এবার উত্তরাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ পার্শেল ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে রেল কর্তৃপক্ষ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর বিকেল ৫টায় পণ্যবাহী ট্রেনটি ৫টি ওয়াগন নিয়ে পঞ্চগড় জেলা থেকে ছেড়ে আসে ঠাকুরগাঁওয়ে। পরে ঠাকুরগাঁও থেকে মালামাল নিয়ে ৬টায় ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। মালবাহী ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার পথে মোট ১৮ টি স্থানে মালামাল উঠা নামা করবে বলে জানায় কর্তৃপক্ষ।
বিশেষ এই ট্রেনটি চালু হওয়ার ফলে উত্তরের জেলাগুলোর উৎপাদিত পন্য দ্রুত সময়ের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তা স্বল্প খরচে সরবরাহ করা সম্ভব হবে। চলমান সংকটে ট্রেন যোগে পণ্য সরবরাহের ফলে সময়মত কৃষকরা তার পণ্যের মুল্যও পাবে। একদিন পর পর এই ট্রেনটি পঞ্চগড় থেকে দুপুর ১টায় ও ঠাকুরগাঁও ষ্টেশন থেকে ২টায় ছেড়ে যাবে ঢাকার উদ্যেশ্যে।
স্থানীয়রা জানান, এ জেলায় ধান,গম ভুট্টা, মিস্টি কুমড়া, তরমুজসহ সবজি উৎপাদন হয়। কিন্তু বর্তমান সময়ে পণ্যবাহী ট্রাকে মাল পাঠাতে দিগুন টাকা গনতে হচ্ছে। ফলে বিশেষ ট্রেনটি চালু করায় এ অঞ্চলের মানুষের অনেক উপকারে আসবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও রোড স্টেশন মাস্টার মোঃ অখতারুল ইসলাম জানান, একদিন পর পর এই বিশেষ ট্রেনটি চলাচল করবে। আজ প্রথম দিন ঠাকুরগাঁও থেকে বেশকিছু মালামাল দেশের বিভিন্নস্থানে পাঠানো হয়েছে। তবে তুলনামুলকভাবে কম। মানুষ জানতে পারলে পন্যবাহী ট্রেন যোগে আরো বেশি মালামাল পাঠাবে বলে আশা করা হচ্ছে।