• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও থানায় জিডি হলেও খোঁজ মিলছেনা এক নারীর

সাংবাদিকের নাম / ৪৭ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

নিউজ ডেস্কঃ পারিবারিক কোলহের জেরে ঠাকুরগাঁওয়ের বিশনি দাস নামে এক নারী নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২০ দিন অতিবাহিত হলেও খোঁজ মিলছে না তার। এ ঘটনায় তার স্বামী অমুল্য দাস গত ২৮ জুলাই সদর থানায় জিডি করলেও পাওয়া যায়নি বিশনি দাসকে।
থানার সাধারণ ডায়েরী থেকে জানা যায়, জেলা শহরের টিকাপাড়ার বাসিন্দা অমুল্য দাস। সেখানেই দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে তারা। নিখোঁজের আগের দিন ১৪ জুলাই স্ত্রী বিশনি দাস বড় মেয়ের সাথে ঝগড়া বিবাদ করে। পর দিন ১৫ জুলাই কাজের সন্ধানের কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেনি বিশনি দাস। পরে পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনদের বাড়িতে খোজ নিয়েও তাকে পাওয়া না গেলে সদর থানায় জিডি করেন স্বামী অমুল্য দাস।
অমুল্য দাস জানান, সকলের সংসারেই কম বেশি ঝগড়া বিবাদ হয়। আমাদেরও হয়েছে। কিন্তু এভাবে সে চলে যাবে আমরা কেই ভাবিনি। তাই থানার আশ্রয় নিয়েছি। আমি অনুরোধ করবো প্রশাসন আমার স্ত্রীকে উদ্ধারে দ্রæত ব্যবস্থা নিবেন।


এধরনের আরও সংবাদ