নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও জেলা মাইক্রো ও কার মালিক সমিতি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ কমিটি গঠন করা হয়। প্রাথমিক পর্যায়ে সাত সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যারা আছেন তারা হলেন আহবায়ক মোঃ আনিসুজ্জামান, যুগ্ন আহবায়ক সুমন ঘোষ, যুগ্ম আহবায়ক রাজী পোদ্দার শশী, সদস্য সিদ্দিক বাবু, মোঃ কামরুল ইসলাম, মোঃ আব্দুল জব্বার ও মোঃ জহিরুল ইসলাম।
আগামী কয়েক দিনের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানায় তারা। সদ্য কমিটির আহবায়ক মোঃ আনিসুজ্জামান জানান, ঠাকুরগাঁও জেলা মাইক্রো ও কার মালিক সমিতি গঠন করার উদ্দেশ্য হচ্ছে জেলায় নতুন করে কোন মালিক গাড়ি ক্রয় করে ভাড়ায় চালাতে গিয়ে মাইক্রো ও কার ষ্ট্যানে রাখলে অবশ্যই সমিতির অনুমতি নিতে হবে। এছাড়া কোন মালিক ও ড্রাইভার গাড়ি সংক্রান্ত সমস্যায় পরলে তা ঐক্যবদ্ধভাবে সমাধান করা হবে। এছাড়া সকলের আপদ বিপদে সকলে এগিয়ে আসার জন্যই কমিটি গঠন করা হয়েছে।