• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষনা করেছে প্রশাসন

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসক ডা. কেএম কামরুজ্জামান সেলিম এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেছেন। ইতোমধ্যে জেলার হরিপুর ও পীরগঞ্জ উপজেলায় তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এ নির্দেশ জারি করেছেন প্রশাসন।
লকডাউনের নির্দেশনায় বলা হয় এ জেলায় জনসাধারনের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ। এছাড়া মহাসড় ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল নিষিদ্ধ। এ জেলা থেকে অন্য জেলায় যাতায়াত ও জেলার অভ্যন্তরেও যাতায়াত নিষিদ্ধ জনসাধারনের। পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে বলে জানান জেলা প্রশাসক।


এধরনের আরও সংবাদ