• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও গড়েয়ায় দুই চোর আটক

সাংবাদিকের নাম / ৫০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২০

মাজেদুর রহমানঃ ঠাকুরগাঁওয়ে দুই চোরকে আটক করেছে পুলিশ। গড়েয়া ঢাঙ্গীপুকুর এলাকা থেকে তাদের আটক করে নিয়ে আসে সদর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার ভোরে মজিবুর রহমান ও আবুল হোসেন নামে দুজন একটি ডায়াং মটরসাইকেলে রশি বেধে একটি অটো ভ্যান টেনে নিয়ে যাচ্ছিল। তা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে জিজ্ঞেসা বাদ করে। এসময় অটো ভ্যান ও মোটর সাইকেলটি ফেলে দৌড় দিলে এলাকাবাসী তাদেরকে আটক করে। পরে স্থানীয়রা ইউপি সদস্য আব্দুল মজিদকে জানালে তিনি ঘটনার সত্যতা পেয়ে ঠাকুরগাঁও সদর থানায় অবগত করেন। সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ব্যবহৃত একটি ডায়াং মোটর সাইকেল ও একটি অটোভ্যানসহ দুইজনকে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ব্রাহ্মন ভিটা গ্রামের আতর আলী ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ড পাল গ্রামের আনারুল শাহর ছেলে।
এ বিষয়ে গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদো) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এধরনের আরও সংবাদ