• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাষিরাই পারে ঠাকুরগাঁও সুগারমিলকে টিকিয়ে রাখতে-ব্যবস্থাপনা পরিচালক ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন যৌন কেলেঙ্কারি ফাঁস, কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সম্মাননা দুদক মামলার আসামি শহিদুলের দপ্তরে দপ্তরে তদবির, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি অপপ্রচার ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন, আটক-১ অবৈধ দখলে উপজেলা পরিষদ আবাসিক ভবনভাড়া বকেয়া দুইলাখ পদক্ষেপ নেই কর্তৃপক্ষের হামলা-ভাঙচুর-লুটপাটের দৃশ্য ভেসে উঠছে প্রকাশ্যে ঘুরছে হত্যাকারি আলামিন হিন্দুদের মন্দির-বাড়ি পাহারায় জামায়াত-শিবির ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা 

ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ খতিবের এমফিল ডিগ্রি অর্জন

সাংবাদিকের নাম / ৩৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এমফিল ডিগ্রী অর্জন করেছেন। চলতি বছরের জুলাই মাসে এ ডিগ্রী লাভ করেন তিনি।

তাঁর গবেষণার বিষয় ছিল “ইসলামী সমাজ বিনিমার্ণে জুম্মার খুৎবার ভূমিকাঃ পরিপ্রেক্ষিত বাংলাদেশ”। আর এ গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান। তাঁর এই ডিগ্রী অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও মহলের ব্যক্তিগণ।

উল্লেখ্য, আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান ১৯৯৫ সালে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ছারছীনা আলীয়া মাদরাসা হতে হাদীস বিভাগে প্রথম ও তাফসির বিভাগ হতে প্রথম শ্রেনী অর্জন করেন। এরপর ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রীতে প্রথম শ্রেনীতে ১৯তম স্থান ও মাষ্টার্স এ প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।

বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার খোশবাজার এস.ডি . কামিল মাদরাসায় হেড মুহাদ্দিস ও ঠাকুরগাঁও শহরের কেন্দ্রীয় জামে মসজিদে পেশ ইমাম ও খতীব হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান জানান, গেল জুলাইয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এমফিল ডিগ্রী অর্জন করি। আমার ইচ্ছা আগামীতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান থেকে পিএইচডি করা। তাই তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।


এধরনের আরও সংবাদ

সাম্প্রতিক প্রকাশিত

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.