নিউজ ডেস্কঃ করোনার কারনে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে এবার প্রধাণ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও পাড়া মহল্লার প্রতিটি মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ারও নির্দেশনা দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।
জেলার কেন্দ্রীয় জামে মসজিদে এবার ঈদ-উল ফিতরের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে ও তৃত্বীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায়ে প্রত্যেককে জায়নামাজ সঙ্গে নিয়ে স্ব-স্ব মসজিদে উপস্থিত হয়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে বলা হয়েছে। সেই সাথে প্রত্যেক ব্যাক্তিকে অবশ্যই মাস্ক পরিধান অবস্থায় নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া কুশলবিনিময় থেকেও প্রত্যেককে বিরত থাকতে বলা হয়েছে। আকাশে চাঁদ দেখার উপড় নির্ভর করবে কবে ঈদ অনুষ্ঠিত হবে।