• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও কর্ণেট সাংস্কৃতি সংসদের চল্লিশ বছর পূর্তি জমকালো আয়োজনে

সাংবাদিকের নাম / ৬৯ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও কর্ণেট সাংস্কৃতি সংসদের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজনে পরিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দিনব্যাপি সদর উপজেলার স্বপ্ন জগৎ পার্কে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের মনমুগ্ধ করে তুলেন। আয়োজিত অনুষ্ঠানে কর্নেট সাংস্কৃতিক সংসদের সভাপতি সৈয়দ নূর হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুন নাহার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা শামিম ফেরদৌস টগর, কর্নেট সাংস্কৃতিক সংসদের সহ-সভাপতি সারোয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল, ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির অর্থ সম্পাদক ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, প্রবীণ সাংবাদিক শাহীন ফেরদৌসসহ অনেকে। এছাড়া কর্নেটের সকল সদস্যরা।
এসময় অতিথিরা তাদের আয়োজনে মুগ্ধ হয়ে বলেন জেলার অন্যান্য সাংস্কৃতি সংগঠনগুলো চেয়ে কর্ণেট নিয়মিতভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনাকালিন সময়েও ঘরোয়া পরিবেশে তাদের শিল্পীদের অনুশীলন চালিয়েছেন। আমরা চাই এধরেনর সংগঠনগুলোকে সরকার পৃস্টপোষকতা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই সাথে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর সফলতা কামনা করেন তারা।

 


এধরনের আরও সংবাদ