• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ে ২০২০-২১ মৌসুমে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন

সাংবাদিকের নাম / ৩৯ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে ২০২০-২১ মৌসুমের আখ রোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার চিলারং গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম, সাদাকাশ ও বশির উদ্দিনের জমিতে আখ রোপণ করে চলতি মৌসুমের কার্যক্রমের উদ্ভোধন করেন কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে ঠাচিক এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াৎ হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) আবদুছ সামাদ, মহাব্যবস্থাপক (কারখানা) নুরুল কবির, মহাব্যবস্থাপক (অর্থ) হুমায়ুন কবির,মহাব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম, ডিজিএম (সম্প্রঃ) আবু রায়হান, ডিজিএম (সিপি) সুমন কুমার শাহা, মিল গেট সাবজোন প্রধান মহসিন আলম, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এনাইত আলী উল্লুবী, মিলস্ গেট আখ চাষি ইউনুস আলী, রাণীশংকৈল উপজেলার আখচাষি তোজাম্মেল হকসহ স্থানীয় চাষি, জনপ্রতিনিধিরাসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় চিনিকল কর্তৃপক্ষ জানান, ২০২০-২১ মৌসুমে ৮ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আহরনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় শতকরা ৭ ভাগ। আর এ থেকে ৪ হাজার ৮৩০ মেঃ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা হবে বলে জানান তারা। তাই জমি ফেলে না রেখে চাষিদের আখ রোপনের অনুরোধ জানান চিনিকলের কর্মকর্তারা। আর লক্ষ্যমাত্রা পুরনে পর্যায়ক্রমে ৮০টি ইউনিটে আখ রোপনের কার্যক্রম শুরু হয়েছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.