নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনার দায়ে আশরাফ আলী নামে একজনকে কারাদ-াদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৪ নভেম্বর বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ওই ব্যক্তির ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেন।
এছাড়াও অবৈধভাবে কোচিং সেন্টার চালানোয় সদর উপজেলার রহিমানপুর পল্লিবিদ্যুৎ বাজারের কনফিডেন্স কোচিং ও ক্রিয়েটিভ কোচিং সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।
বৃহস্পতিবার কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক আশরাফ আলী সেন্টারে গোপনে শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ক্রিয়েটিভ কোচিং সেন্টার নামে আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালালে পরিচালক পালিয়ে যান। পরে ওই ২টি প্রতিষ্ঠান সিলাগালা করা হয়।
সুত্র-আব্দুল লতিফ